আন্তর্জাতিক

ইসরায়েলকে ব্ল্যাংক চেক দিয়েছেন ট্রাম্প

গাজায় হামলায় নিরব মার্কিন প্রেসিডেন্ট ‘ল্যাসে ফেয়ার’ অবস্থানে

নিজেকে শান্তির দূত দাবি করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের গাজা সিটিতে ইসরায়েলী বাহিনীর হামলায় নিরব রয়েছেন। এটিকেই নেতানিয়াহু প্রশাসন সবুজ সংকেত হিসেবে ধরে নিয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের বাইরে ট্রাম্প বলেছেন, তিনি এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কোনো আলোচনা করেননি। 

জর্জ ডব্লিউ বুশের সময় ইসরায়েলে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন ড্যানিয়েল সি কার্টজার।

তিনি বলছেন, ‘ট্রাম্প স্পষ্টতই যুদ্ধের অবসান ও জিম্মিদের মুক্তি চান। কিন্তু তার কাছে নেতানিয়াহুকে চাপ দেয়ার কোনো কৌশল নেই। ট্রাম্প হামাসকে হুমকি দেন, আর নেতানিয়াহু সেটিকে সবুজ সংকেত হিসেবে ধরে নেন।

ড্যানিয়েল কার্টজার আরও বলেন, যুদ্ধ বন্ধ করার জন্য একমাত্র ট্রাম্পই এখন ভূমিকা রাখতে পারেন। এ জন্য তাকে কথা না বলে কাজ করতে হবে।

বারাক ওবামা ও জো বাইডেন প্রশাসনের মধ্যপ্রাচ্য নীতি বিশেষজ্ঞ ছিলেন ইলান গোল্ডেনবার্গ।

তিনি বলছেন, ট্রাম্প প্রশাসনের শুরুর দিকে মনে হয়েছিল যুদ্ধবিরতির চুক্তি এগুবে। ট্রাম্প নিজ প্রভাব খাটিয়ে যুদ্ধ বন্ধ করবেন। কিন্তু দুঃখজনকভাবে তা হয়নি। বরং প্রতিটি ধাপে তিনি নেতানিয়াহুকে এক প্রকার ব্ল্যাংক বা খালি চেক দিয়েছেন।  

ইসরায়েলের এই অভিযান শুরুর ঘোষণা দেয়ার সময় তেল আবিবকে সংযমের আহ্বান না জানানো এবং সমর্থন না করাকে বলা যায়  ট্রাম্পের ‘ল্যাসে ফেয়ার’ অবস্থান।  ‘ল্যাসে ফেয়ার’ একটি ফ্রেঞ্জ বাক্যের অংশ।  এর অর্থ কেউ যা চায় তাকে তা করতে দেওয়া। গাজার বিষয়ে ট্রাম্প যেন এমন নীতিই নিয়েছেন যে, যা হওয়ার হবে।

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন