আন্তর্জাতিক

২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন জেডি ভ্যান্স: রুবিও

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে দেখা যাবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে। এ কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। 

মার্কো রুবিওর ঘনিষ্ঠ সূত্রের বরাতে এক প্রতিবেদনে  এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো।

প্রতিবেদনে বলা হয়, রুবিও জানিয়েছেন, তিনি নির্বাচনে ভ্যান্সকে পূর্ণ সমর্থন দেবেন। আগে গুঞ্জন ছিল রুবিও নিজেও প্রার্থী হতে পারেন।

হোয়াইট হাউজের আরেক সূত্র জানায়, জেডি ভ্যান্স প্রেসিডেন্টের পদে এবং রুবিও ভাইস প্রেসিডেন্টের পদে লড়তে পারেন

সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ২০২৪ সালে যারা ট্রাম্পকে ভোট দিয়েছেন বর্তমানে তাদের কাছে ভ্যান্স বেশি জনপ্রিয়। জরিপে অংশগ্রহণকারীদের ৩৫ শতাংশ ভ্যান্সকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দেখতে চান, ২৮ শতাংশ দেখতে চান ট্রাম্পকে। অপরদিকে, রুবিওকে চান মাত্র ২ শতাংশ

যদিও, এ ব্যাপারে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এবং ভ্যান্সের পক্ষ থেকে কোনো মন্তব্য জানানো হয়নি

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন