আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে উত্তেজনা চরমে, এগিয়ে ট্রাম্প

ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে। মঙ্গলবার (৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রে ভোট গ্রহণ শুরু হয়। এই প্রতিবেদন তৈরি করা পর্যন্ত সর্বশেষ ইলেকটোরাল ভোটের হিসেব অনু্যায়ী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ঝুলিতে জমা হয়েছে ২০৭ টি ইলেকটোরাল ভোট। অন্যদিকে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের ইলেকটোরাল ভোট এখন পর্যন্ত ৯১টি। খবর বিবিসি।

ইন্ডিয়ানায় ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ১১। ওয়েস্ট ভার্জিনিয়ায় ৪টি। আর কেন্টাকিতে এই ভোটের সংখ্যা ৮। এ ছাড়া ফ্লোরিডায় ৩০ টি, আলাবামায় ৯, টেনেসিতে ১১ ,  ওকলাহোমায় ৭ ও মিজৌরিতে ১০টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। ফলে পূর্বাভাস অনুযায়ী, এখন পর্যন্ত ট্রাম্পের পক্ষে মোট ২০৭ টি ইলেকটোরাল কলেজ ভোট পড়েছে।

অপর দিকে ভারমন্টে ৩টি, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ায় ৩, মেরিল্যান্ডে ১০ ও ম্যাসাচুসেটসে ১১টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। সব মিলিয়ে ৯১টি ইলেকটোরাল কলেজ ভোট আপাতত কমলার।

যুক্তরাষ্ট্রের মোট ৫০টি অঙ্গরাজ্যের ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে প্রয়োজন অন্তত ২৭০টি ভোট। তবে লড়াই জমেছে গুরুত্বপূর্ণ দোদুল্যমান রাজ্যগুলোতে, যেমন নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া, পেনসিলভানিয়া, মিশিগান, উইসকনসিন, অ্যারিজোনা এবং নেভাদা। এখানে কোনো স্থায়ী প্রভাব নেই; উভয় প্রার্থীরই রয়েছে জয়ের সম্ভাবনা।

জেডএস/

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন