বিএনপি

বিপদ শেষ হয়ে যায়নি : ফখরুল

নেতা-কর্মীদের  সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনারা সবাই সজাগ-সতর্ক থাকবেন। দলকে আরও দৃঢ় করেন। বিপদ শেষ হয়ে যায়নি। নতুন করে বিপদ আসতে পারে। গণতন্ত্রকে আঘাত করার, নষ্ট করার চক্রান্ত আবার চলছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, নির্বাচিত সরকারই সবচেয়ে শ্রেষ্ঠ সরকার। কারণ, এ সরকার জনগণের সমর্থন নিয়ে আসে এবং জনগণের জন্য কাজ করে। নির্বাচন হচ্ছে একটি দরজা। যে দরজার মধ্য দিয়ে সবাই গণতন্ত্রের পথে যায়।

তিনি বলেন, আওয়ামী লীগ গত ১৬ বছর গোটা জাতিকে নির্যাতন করেছে। অর্থনৈতিক কাঠামো ধ্বংস করেছে। ব্যাংক ধ্বংস করেছে। সব জায়গায় দুর্নীতি। ১৭ বছর ধরে বিএনপি লড়াই-সংগ্রাম করেছে। অসংখ্য মামলা, জেল, গুমের ঘটনা ঘটেছে

তবে সামনে আরও সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে পার হতে হবে জানিয়ে তিনি আরও বলেন, সবাই মিলে একটি অন্তর্বর্তী সরকার গঠন করেছেতাদের এই আশায় দায়িত্ব দেয়া হয়েছে, যে তারা অতিশিগগিরই যে সংস্কারগুলো করা দরকার অর্থাৎ হাসিনা যেগুলো ধ্বংস করে দিয়ে গেছে, যে জঞ্জাল তৈরি করে দিয়ে গেছে, সেগুলোকে সংস্কার করে দ্রুত নির্বাচন দেবেন।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি মহাসচিব বলেন, ৭ নভেম্বরের বিদ্রোহ-বিপ্লব জাতিকে নতুন করে জাতিসত্তাকে চিনতে শিখিয়েছিল, নতুন করে দেশকে নির্মাণের সুযোগ সৃষ্টি হয়েছিল। বিপ্লবের নায়ক ছিলেন সিপাহি ও সাধারণ জনগণ। তারা জিয়াউর রহমানকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন। তিনি দায়িত্ব না নিলে দেশের ইতিহাস কী হতো বলা যায় না।

 

প্রসঙ্গত, জাতীয়বাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেনবিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, মহিলা দলের সহসভাপতি ইয়াসমিন আরা হক প্রমুখ।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন