খেলাধুলা

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ছবি: এসিবি

সংযুক্ত আরব আমিরাতে প্রথম ওডিআই ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ও আফগানিস্তান। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। 

এই ম্যাচ দিয়ে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ৩০০তম আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। টসের আগে ধারাভাষ্যকার রমিজ রাজা পিচ বিশ্লেষণ করছিলেন। পিচ দেখে তিনি জানান, টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়া উচিত। আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদী সেই সিদ্ধান্তই নিয়েছেন। 

বাংলাদেশ একাদশে আছেন তিন পেসার। এছাড়াও ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকারকে দেখা যাবে। এই সিরিজে অনেকটা হঠাৎ করেই সৌম্যকে দলে ডাকা হয়। স্পিনের দায়িত্ব সামলাবেন রিশাদ হোসেন, মেহেদী হাসান মিরাজরা। 

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম। 

এ সম্পর্কিত আরও পড়ুন