অপহৃত ২০ জেলেকে এখনো ছাড়েনি আরাকান আর্মি
বঙ্গোপসাগরের নাফ নদী থেকে বাংলাদেশের ২০ জেলেকে ধরে নিয়ে গেছে মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি। একদিন অতিবাহিত হলেও তাদেরকে ছাড়েনি সংগঠনটি।
বুধবার (৬ নভেম্বর) বিকেলে ভুক্তভোগী জেলে পরিবারের সাথে কথা বলে এসব তথ্য জানা যায়।
জানা যায়, মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে টেকনাফের শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে ১৫টি নৌকা, জালসহ ২০ জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়।
এই ঘটনায় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আদনান চৌধুরী বলেন, ‘আরাকান আর্মির হাতে বন্দি হওয়া ২০ বাংলাদেশী জেলেকে ফেরত আনার জন্য বিজিবির পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে সার্বক্ষণিক খোঁজ খবর রাখা হচ্ছে।‘
বন্দি হওয়া জেলে বেলাল হোসেনের মা খতিজা বেগম বলেন, ‘আমরা খুব দরিদ্র পরিবার। একদিন মাছ ধরতে না গেলে সংসার চলে না। তাই অন্য জেলেদের সাথে আমার ছেলে সাগরে মাছ ধরতে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে নাফনদী থেকে আরাকান আর্মি ছেলেসহ অন্যান্য জেলেদের আটক করে নিয়ে যায়। তাদেরকে এখনও তাদের ছেড়ে দেয়নি।‘
আটক জেলেরা হলেন; টেকনাফ ও শাহপরীর দ্বীপের মো: হাসিম (৩০), মো: হোছেন (২০), মহিউদ্দিন (২২), এনায়েত উল্লাহ (৩২), নুর হাফেজ (২২), মো: ইয়াছিন (৩০), আবদু রহিম (২৪), হাসান আলি (৩৩), ওসমান গনি (৩০), শাহ আলম (২২), আসমত উল্লাহ (২০), আব্দুল শুক্কুর (২৬), আবুল হোছেন (১৭), আয়ুব খান (৩০), নুর হোছন (২২), মো: বেলাল হোসন (১৮), মো: সেলিম (২৭), আবদুল কাদের (২২), ইন্নামিন (৩৫) ও আব্দুল শুক্কুর (৩৫)।
এম এইচ//