আর্কাইভ থেকে ফুটবল

আবারো দশক সেরা ক্লাব নির্বাচিত বার্সেলোনা

রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে ফুটবল বিশ্বের সর্বশেষ দশকের সেরা ক্লাব নির্বাচিত হয়েছে স্প্যানিশ জায়ান্ট এফসি বার্সেলোনা। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি এন্ড স্ট্যাটিস্টিকস (আইএফএফএইচএস) এর বিচারে বিশ্বের বাঘাবাঘা দলকে পেছনে ফেলে সেরার মর্যাদা পেয়েছে কাতালান ক্লাবটি।

এর আগেও ২০০১ সাল থেকে ২০১০ সাল পর্যন্তও সেরা ক্লাব নির্বাচিত হয়েছিল বার্সা। এবার ২০১১ সাল থেকে ২০২০ সাল পর্যন্তও সেরা ক্লাবের মর্যাদা ব্লগ্রানারদের।

সর্বশেষ দশকে বার্সেলোনা দুটি ক্লাব বিশ্বকাপ, দুটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা, ছয়টি লিগ শিরোপা জয় করেছে। 

সেরা ক্লাব বেছে নেয়ার ক্ষেত্রে শুধু শিরোপা জেতা নয়, একই সঙ্গে কতটি ম্যাচ খেলল, কতগুলো ম্যাচ জিতল, কতগুলো গোল করল এবং কতগুলো গোল হজম করল-সবকিছুর হিসেব করেই সেরা ক্লাব বেছে নেয়া হয়।
 
দ্বিতীয় হয়েছে রিয়াল মাদ্রিদ। তৃতীয় হয়েছে বায়ার্ন, চতুর্থ পিএসজি এবং পঞ্চম হয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন