আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনের ফলাফল হিজবুল্লাহর অবস্থানে কোনো পরিবর্তন আসবে না

লেবাননের হিজবুল্লাহর নতুন প্রধান শেখ নাঈম কাসেম ছবি: সংগৃহীত

লেবাননের হিজবুল্লাহর নতুন প্রধান শেখ নাঈম কাসেম স্পষ্টভাবে জানিয়েছেন যে, মার্কিন নির্বাচনের ফলাফল তাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ নয়। বুধবার (৬ নভেম্বর) আল-আরাবিয়া নিউজের এক প্রতিবেদনে তিনি জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প বা কমলা হ্যারিস যেই বিজয়ী হোক হিজবুল্লাহর অবস্থানে কোনো পরিবর্তন আসবে না। তাদের প্রধান লক্ষ্য ইসরাইলের আগ্রাসনের মোকাবিলা।

শেখ নাঈম কাসেম বলেন, হিজবুল্লাহ ইসরাইলের যেকোনো স্থানে আঘাত হানতে সক্ষম। কারণ তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সীমানা পেরিয়ে যেতে সক্ষম। লেবাননের প্রতি ইসরাইলের দখলদারী আচরণ বন্ধ করতে হিজবুল্লাহর যোদ্ধারা প্রতিজ্ঞাবদ্ধ। 

তিনি আরও বলেন, ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে একমাত্র কার্যকর প্রতিরোধ যুদ্ধের ময়দানে সম্ভব। এই সংঘাতের কোনো রাজনৈতিক সমাধানে তাঁদের আস্থা নেই।

হিজবুল্লাহ প্রধান উল্লেখ করেন, ২০০৬ সালের জুলাই মাসের যুদ্ধের পর থেকেই তারা সামরিক প্রস্তুতি বাড়াচ্ছেন। যোদ্ধাদের প্রশিক্ষণ, অস্ত্র সংগ্রহ এবং অভিযানের সক্ষমতা বৃদ্ধির জন্য তারা বিভিন্নভাবে পরিকল্পনা করছেন।

হিজবুল্লাহর মহাসচিবের মতে, প্রতিরোধ, শক্তি এবং সহনশীলতার মাধ্যমে তারা ইসরাইলের ওপর বিজয়ী হবেন। তার মতে, হিজবুল্লাহর অভিধানে শুধুমাত্র ধৈর্য্য, সহনশীলতা, এবং বিজয় না আসা পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার মানসিকতা রয়েছে।

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন