আন্তর্জাতিক

তেল আবিবে হিজবুল্লাহর ড্রোন হামলা

ছবি: সংগৃহীত

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ সম্প্রতি প্রথমবারের মতো ইসরাইলের রাজধানী তেল আবিবের দক্ষিণে একটি সেনা ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে। বুধবার (৬ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, এই হামলাটি ইসরাইলের বিলু সেনা ঘাঁটিকে লক্ষ্য করে পরিচালিত হয়। যদিও ইসরাইলি কর্তৃপক্ষ থেকে এখনো হতাহতের বা ক্ষয়ক্ষতির ব্যাপারে কোনো নিশ্চিত তথ্য আসেনি।

হিজবুল্লাহ আরও জানিয়েছে, এর আগে তারা হাইফার কাছে একটি নৌ-ঘাঁটি এবং তেল আবিবের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ইসরাইলের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। তবে এসব হামলায় বিমানবন্দরের কার্যক্রমে তেমন কোনো বিঘ্ন ঘটেনি বলে ইসরাইলি কর্তৃপক্ষ জানায়।

হিজবুল্লাহ আরও দাবি করে, ইসরাইলের বিস্ফোরক তৈরির কারখানা এবং একটি সেনা সমাবেশেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। এর পাল্টা জবাবে,

প্রসঙ্গত, গেলো ২৩ সেপ্টেম্বর থেকে ইসরাইলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা শুরু করেছে, যা এখনো চলছে।

জেডএস/

 

এ সম্পর্কিত আরও পড়ুন