আন্তর্জাতিক

জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি- রয়টার্স।

দ্য শেষ হওয়া প্রেসিডেন্ট নির্বাচনের পর প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

বৃহস্পতিবার(৭ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১১টার ( বাংলাদেশ সময় রাত ১০টা) দিকে হোয়াইট হাউসের রোজ গার্ডেন থেকে এই ভাষণ দেবেন তিনি  

ভাষণে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার পাশাপাশি সদ্য শেষ হওয়া নির্বাচন এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর বিষয়ে কথা বলতে পারেন বাইডেন।  

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী রিপাবলিকান পার্টির প্রার্থী এবং দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৯৪টি ইলেক্টোরাল ভোট। আর সাধারণ ভোট পেয়েছেন ৭ কোটি ২৬ লাখ ৫২ হাজার ৮২৭টি।

অন্যদিকে ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী এবং যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস পেয়েছেন ২২৩টি ইলেক্টোরাল ভোট এবং ৬ কোটি ৭৯ লাখ ৪১ হাজার ৮৮১টি সাধারণ ভোট

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন