সালমনের পর এবার শাহরুখ খানকে খুনের হুমকি, তদন্তে পুলিশ
বলিউড সুপারস্টারদের নিয়ে আবারও উত্তেজনা। সালমান খানকে বিভিন্ন সময়ে লরেন্স বিষ্ণোই ও তার দলের তরফ থেকে খুনের হুমকি আসছে। আর এবার রায়পুর থেকে একটি ফোন আসে শাহরুখ খানের কাছে, যেখানে তাকেও খুনের হুমকি দেয়া হয়। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।
সম্প্রতি মুম্বাই পুলিশের কাছে এই হুমকির বিষয়টি জানানো হয়। একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। একটি বিশেষ তদন্ত দল ছত্তিসগড়ে পৌঁছে ফোনের উৎস খুঁজতে শুরু করেছে। জানা গেছে, ফইজ়ান নামের এক ব্যক্তি শাহরুখ খানের কাছে হুমকি দিয়ে ৫০ লাখ টাকা দাবি করেন। ভারতীয় দণ্ডবিধির ৩০৮ ও ৩৫১ ধারায় মামলা করে তদন্ত শুরু করেছে পুলিশ।
শাহরুখের এই হুমকির পর তার নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা নেয়া হয়েছে। সম্প্রতি ২ নভেম্বর তার জন্মদিন উপলক্ষে বাড়ির সামনে ভক্তদের জমায়েতও ছিল সীমিত। অতীতে, ২০২৩ সালে ‘পাঠান’ ও ‘জওয়ান’ ছবির সফলতার পর শাহরুখকে প্রথমবার খুনের হুমকি দেয়া হয়েছিল। সেই সময় মুম্বাই পুলিশ তাকে ওয়াই-প্লাস ক্যাটাগরির নিরাপত্তা প্রদান করেছিল, যেখানে ২৪ ঘণ্টা তার সঙ্গে ছয়জন স্বশস্ত্র নিরাপত্তারক্ষী থাকেন।
এর আগে ৫ নভেম্বর, মুম্বাই পুলিশ সুপারস্টার সালমান খানের বিরুদ্ধে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে একটি হুমকি বার্তা পেয়েছিল। হুমকি বার্তাটি অভিনেতাকে দুটি বিকল্প দিয়েছিল ক্ষমা চাও বা বেঁচে থাকার জন্য ৫ কোটি দিতে।
জেডএস/