খেলাধুলা

অধিনায়কের ওপর ক্ষোভ দেখিয়ে মাঠ ছাড়লেন উইন্ডিজ ক্রিকেটার

ছবি: সংগৃহীত

অধিনায়কের ওপর রাগ বা ক্ষোভ থেকে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার ঘটনা সচরাচর চোখে দেখা যায় না। কখনো দেখেছেন কি না, ক্রিকেট দর্শকরা তেমনটি মনে করতেও পারবেন না হঠাৎ ভাবলে। 

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে খেলছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই ম্যাচে এমন এক ঘটনাই দেখা গেল। উইন্ডিজ অধিনায়ক শাই হোপের ওপর ক্ষোভ দেখিয়ে মাঠে ছেড়ে যান পেসার আলজারি জোসেফ।

ইংল্যান্ড ইনিংসের চতুর্থ ওভার চলছে তখন। টসে হেরে আগে ব্যাট করতে নামা ইংল্যান্ডের রান ৩ ওভারে ১ উইকেট হারিয়ে ১০। হোপের কোনো একটা সিদ্ধান্ত পছন্দ হয়নি জোসেফের। কি যেন ইশারা করেও দেখাচ্ছিলেন এই পেসার। ধারাভাষ্যকার ততক্ষণে আন্দাজ করে নিয়েছেন জোসেফ অখুশি।

চতুর্থ ওভারের চতুর্থ বলে জর্ডান কক্সের উইকেট তুলে নেন জোসেফ। দারুণ এক উইকেট তুলে নেয়ার পরও তেমন কোনো উদযাপনে দেখা যায়নি তাকে। সেসময় একাদশের বাইরে থাকা উইন্ডিজ ক্রিকেটাররা মাঠে ঢুকে পড়লে, তাদের ওপরও ক্ষোভ দেখিয়েছেন জোসেফ।

ওভারটি শেষ করে মাঠ থেকে বেরিয়ে যান এই উইন্ডিজ ক্রিকেটার। কোচ ড্যারেন স্যামি চেষ্টা করেও তাকে মাঠে রাখতে পারেননি। এক ওভার পর আবারও মাঠে নামেন জোসেফ। ইনিংসের ১২তম ওভারে তিনি বল করতে আসেন। সবমিলিয়ে ১০ ওভার বল করে ৪৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি।

অধিনায়ক শাই হোপ ম্যাচ শেষে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি জানিয়েছেন, খেলায় এমনটা হতে পারে। ক্রিকেট মাঠে এমন আচরণ অগ্রহণযোগ্য মনে করেছেন ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামি।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন