ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজকে ধবল ধোলাই করলো বাংলাদেশ

ছবি: সংগৃহীত

ওয়ানডে সিরিজে ব্যর্থ হলেও। টি২০ সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। সিরিজের ৩য় ম্যাচটিতে ৮০ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ।

স্থানীয় সময় (বৃহস্পতিবার) রাত ৮ টায় দেশটির সেন্ট ভিনসেন্টের কিংসস্টোনে অবস্থিত আরনোস ভেইল স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দেশ।

শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ৪৪ রানের জুটি গড়ে পাওয়ার প্লেতে দলের উড়ন্ত সূচনা এনে দেন লিটন কুমার দাস ও পারভেজ হোসেন ইমন। ব্যক্তিগত ১৪ রানে শেফার্ডের বলে কিং এর হাতে তালুবন্দি হন লিটন। এরপরে পাওয়ার প্লে শেষ না হতেই ২১ বলে ৩৯ রানের ইনিংস খেলে বিদান নেন ইমন।

৯ বলে ৯ রান করে তানজিদ তামিমও ক্রিজে বেশিক্ষন স্থায়ী হতে পারেন নি। এরপরে দলের হাল ধরেন অলরাউন্ডার মিরাজ ও জাকের আলী। মিরাজ ২৯ রানে বিদায় নিলেও। জাকের আলী খেলেন ৪১ বলে ৭২ রানের দুর্দান্ত এক ইনিংস। শেষ মুহুর্তে জাকেরে ঝড়ো রানের ফলেই ১৮৯ রানের বড় স্কোর দাড় করে বাংলাদেশ।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোচট খায় ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের দ্বিতীয় বলে তাসকিনের বলে এলবি এর ফাঁদে পড়েন ক্যারবিয় ওপেনার কিং। দলীয় ৭ রানে রান আউটের শিকার হন চার্লস। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৪৫ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৫০ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।

ক্যারবিয় ব্যাটারদের এরপরে আর মাথা তুলতে দেয়নি টাইগার বোলাররা। একে একে প্যাভেলিয়নের পথ ধরেন রোভম্যান পাওয়েল, মোতি, জোসেফরা। ১৬.৪ ওভারে এমসি কয়ের উইকেট উপড়ে ফেলে ধবল ধোলাই নিশ্চিত করেন টাইগার পেস ব্যাটারির অন্যতম সারথি তাসকিন। ক্যারবিয় ইনিংস শেষ হয় ১০৯ রানে।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন লেগ স্পিনার রিশাদ হাসান। তাসকিন ও মিরাজ নেন দুটি করে উইকেট।

ঝড়ো ইনিংসের জন্য ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন জাকের আলী এবং সিরিজে ধারাবাহিকতার জন্য ম্যান অব দ্যা সিরিজি হয়েছেন মেহেদি হাসান।

 

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন