লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন বিএনপি নেতা সালাহউদ্দিন
লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ৮টা ৪০মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশে যাত্রা করেণ ।
বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, সালাহউদ্দিন আহমেদ আজ সকালে একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। লন্ডনে অবস্থানরত তার মেয়ে কাছেই যাচ্ছেন তিনি। এ ছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও তার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।
জেডএস/