খেলাধুলা

আর্জেন্টাইন কোচ ক্রেসপোকে বরখাস্ত করলো আল আইন

ছবি: সংগৃহীত

হার্নান ক্রেসপো আল-আইনকে সাফল্যে ভাসিয়েছেন। তার অধীনে এএফসি চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে আল আইন, মাত্র ৬ মাস হলো। এসব অর্জনের পরও কোচের দায়িত্ব থেকে বরখাস্ত হয়েছেন আর্জেন্টাইন ক্রেসপো। এই সাবেক ফুটবলারকে আর্জেন্টিনার ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার বিবেচনা করা হয়। 

ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসরের বিপক্ষে পরাজয়ের একদিন অতিবাহিত হতেই ক্রেসপোকে বিদায় জানালো আল আইন।

মঙ্গলবার (৫ নভেম্বর) এএফসি চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে নিজেদের চতুর্থ ম্যাচ খেলে আল আইন। সেখানে আল নাসরের কাছে ৫-১ ব্যবধানে হেরেছে তারা। পয়েন্ট টেবিলে দলটি আছে সবার শেষে।

গত নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইনে যোগ দেন ক্রেসপো। তিনি ২০১৪ সাল থেকে এই পেশায় আছেন। আল আইনে ক্রেসপো যোগ দেয়ার পর এশিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা এএফসি চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জেতে তারা। ২১ বছর পর এএফসি চ্যাম্পিয়ন হয় আল আইন, তবে নতুন মৌসুমে ক্লাবটির অবস্থান ভালো নয়। ইউএই প্রো লিগে ১৪ দলের মধ্যে আল আইন আছে ৮ নম্বরে।

সবমিলিয়ে প্রত্যাশিত ফলাফল না পাওয়া’কে কারণ হিসেবে নিয়ে ক্রেসপো’কে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে আল আইন। 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন