জাতীয়

সংবাদমাধ্যমে হামলা সহ্য করা হবে না : প্রেস সচিব

কোনো সংবাদমাধ্যমের ওপর হামলা কিংবা আক্রমণ সহ্য করা হবে নাসরকার গণমাধ্যমের স্বাধীনতার ব্যাপারে শতভাগ অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি

প্রেস সচিব জানান, গত ১৫ বছর অনেক সাংবাদিক স্বৈরাচারের কণ্ঠস্বর ছিল। অনেক সাংবাদিক সহিংসতাকে উসকানি দিয়েছে। অনেক গণমাধ্যম অন্ধের মতো স্বৈরাচারকে সমর্থন করেছে। তবুও বর্তমান সরকার কোনো গণমাধ্যম বন্ধ করেনিসাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের বিষয়ে তথ্য মন্ত্রণালয় ভালো বলতে পারবে বলেও জানান তিনি।

শফিকুল আলম বলেন, মুজিব বর্ষে কী কী কাজ হয়েছে এবং এতে কত টাকা খরচ হয়েছে তার তালিকা করা হবেমুজিব কর্নার বা ম্যুরাল করতে অনেকেই বাধ্য হয়েছে। এসবে কত টাকা অপচয় হয়েছে সরকার সেটার তালিকা চেয়েছে

উপদেষ্টা পরিষদের বৈঠকের নেয়া পাঁচ সিদ্ধান্ত তুলে ধরে তিনি বলেন, বহুল আলোচিত সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিলের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এরফলে মত প্রকাশের কারণে যেসব মামলা হয়েছে তা বাতিল করা হবে। তবে, অর্থনৈতিক লেনদেনের নিরাপত্তা ও নারীদের নিরাপত্তা নিশ্চিতে হবে আলাদা আইন

তিনি আরও বলেন, ব্যাংকিং কার্যক্রম যে ভঙ্গুর অবস্থায় রেখে গেছে তার চেয়ে এখন অবস্থা ভালকিছু ব্যাংকের অপরিপক্কতার কারণে কিছুটা ঝামেলা হচ্ছে। তবে মূল্যস্ফীতি কমিয়ে আনতে চেষ্টা চলছে, দ্রব্যমূল্য কমিয়ে আনতে সরকার বদ্ধপরিকর

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন