বিএনপি

ঢাকায় বিকেলে বিএনপির শোভাযাত্রা, বক্তব্য রাখবেন তারেক রহমান

বিএনপি সমাবেশ (ফাইল ছবি) ছবি: সংগৃহীত

রাজধানীতে 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে বিএনপি এবার আয়োজন করছে শোভাযাত্রার। শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে ঢাকার রাজপথে বিএনপির এই শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

এর আগে , বৃহস্পতিবার (৭ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে অধ্যাপক জাহিদ হোসেন বলেন, 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবিস' উপলক্ষে আয়োজিত এই শোভাযাত্রা বিকাল ৩টায় নয়াপল্টনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাধ্যমে উদ্বোধন করবেন। পবর্তীতে এই শোভাযাত্রা মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হবে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এই শোভাযাত্রায় ঢাকার বিভিন্ন স্থান ছাড়াও আশপাশের জেলা থেকে বিএনপি নেতাকর্মীরা অংশ নেবেন। বিএনপি দলের স্থায়ী কমিটির সদস্য ড. জাহিদ হোসেনের নেতৃত্বে একটি বিশেষ প্রস্তুতি কমিটি ইতোমধ্যেই সমন্বয়ের দায়িত্বে রয়েছে। শোভাযাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবকদের কয়েকটি টিমও গঠন করেছে বিএনপি।

এই কর্মসূচি থেকে সরকারের ওপর ত্বরিত নির্বাচন ঘোষণার চাপ প্রয়োগের বার্তা থাকবে বলে ধারণা করা হচ্ছে। নেতাকর্মীদের উদ্দেশ্য পরিষ্কার - বছরের শেষে রোডম্যাপ ঘোষণার জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করতে শোভাযাত্রা হবে একটি বড় রাজনৈতিক বার্তা।

গেলো আগস্টের দুটি সমাবেশের পর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি বলে জানাচ্ছেন বিএনপির নেতারা। এই শোভাযাত্রা হবে তাদের বড় শোডাউন, যার মাধ্যমে জানানো হবে যে, দাবি পূরণ না হলে রাজপথেই হবে চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি।

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন