আন্তর্জাতিক

শেখ হাসিনা ও চট্রগ্রামের উত্তেজনা প্রসঙ্গে যা জানালো ভারত

ছাত্রজনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ভারত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলকপোস্টের জেরে বাংলাদেশের চট্টগ্রামে উত্তেজনার প্রসঙ্গে   ঢাকাকে বার্তা দিয়েছে দিল্লী

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল

প্রেসিডেন্ট নির্বাচনের পর ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দেয় আওয়ামী লীগ। বিবৃতিতে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীউল্লেখ করা হয়।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জয়সওয়াল বলেন, ভারত আগেই বলেছে যে, শেখ হাসিনা বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী। সুতরাং এ বিষয়ে তাদের অবস্থান এটাই।

চট্রগ্রামের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, চট্টগ্রামে হিন্দুদের লক্ষ্যবস্তু বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তেজনা সৃষ্টিকারীপোস্ট দেয়া হয়েছে। সেটি থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন এবং তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। ভারত জানতে পেরেছে এসব ঘটনার পেছনে চরমপন্থীরা রয়েছে

তিনি আরও বলেন,  ভারত সরকার বেশ কয়েকটি ভিডিও দেখেছে, যেগুলোতে চট্টগ্রামে হিন্দুদের ওপর হামলা ও ভয় দেখানো এবং হিন্দুদের ধর্মীয় সংগঠনগুলোকে লক্ষ্যবস্তু করে হামলার চিত্র উঠে এসেছে। এটা নিন্দনীয়।

 এসময়, বাংলাদেশ সরকারের প্রতি হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতে জোরালো পদক্ষেপ গ্রহণ এবং এসব হামলার জন্য দায়ী চরমপন্থীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন