বিনোদন

শাহরুখকে হুমকির তদন্তে যে তথ্য পেলো পুলিশ

শাহরুখ খান ছবি: হিন্দুস্থান টাইমস

বলিউডের বাদশা শাহরুখ খানকে সম্প্রতি খুনের হুমকি দেয়া হয়েছে। এই হুমকির সঙ্গে ৫০ লাখ টাকা চাঁদার দাবিও করা হয়েছে। বান্দ্রা থানায় আসা এই ফোন কলটি রায়পুরের এক আইনজীবীর মোবাইল থেকে এসেছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ। তবে ওই আইনজীবীর দাবি, তার ফোনটি তিনদিন আগেই চুরি হয়ে গিয়েছিল এবং তিনি রায়পুর পুলিশের কাছে এ বিষয়ে একটি এফআইআর দায়ের করেছেন। 

শুক্রবার (৮ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

পুলিশ তদন্তে জানা যায়, ফোন করে যে হুমকি দিয়েছিলেন , তিনি নিজেকে ‘হিন্দুস্তানি’ বলে পরিচয় দিয়েছিলেন। শাহরুখকে এই হুমকির তদন্তে ভারতীয় দণ্ডবিধির ৩০৮(৪) এবং ৩৫১(৩)(৪) ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। মুম্বাই পুলিশের একটি তদন্তকারী দল রায়পুরে গিয়ে ওই আইনজীবীকে জিজ্ঞাসাবাদ করেছে। আইনজীবী জানিয়েছেন, ২ নভেম্বর তার ফোনটি চুরি হয় এবং তিনি এ ব্যাপারে যথাযথ অভিযোগ দায়ের করেছিলেন। তিনি আরও দাবি করেছেন, এই ঘটনা হয়ত তার বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে।

এখানে উল্লেখযোগ্য যে, এই আইনজীবী আগেও শাহরুখের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘আনজাম’ সিনেমায় হরিণ শিকার নিয়ে কিছু সংলাপের জন্য তিনি আপত্তি জানিয়েছিলেন। রাজস্থানের বিষ্ণোই সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাসকে আঘাত করা হয়েছে বলে তিনি অভিযোগ তুলেছিলেন।

এদিকে শাহরুখের কাছ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে এর আগে অভিনেতা সালমান খানও লরেন্স বিষ্ণোই গ্যাং থেকে একই ধরনের হুমকি পেয়েছিলেন, যার কারণে তাকে বর্তমানে ওয়াই-প্লাস নিরাপত্তার আওতায় রাখা হয়েছে।

জেডএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন