খেলাধুলা

ওডিআই থেকে অবসরে যাচ্ছেন মোহাম্মদ নবী

ছবি: সংগৃহীত

আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি খেলে ওডিআই ক্রিকেট থেকে অবসরে যাবেন তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবী। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিইও নাসিব খান ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্রিকবাজকে নাসিব বলেন, হ্যাঁ, চ্যাম্পিয়নস ট্রফি খেলে ওডিআই ক্রিকেট থেকে অবসরে যাবেন নবী। বোর্ডকে তিনি এই কথা জানিয়েছেন।

ওডিআই ক্রিকেট থেকে অবসর নেয়ার পর টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাবেন বলে আশা করছেন বোর্ড সিইও নাসিব।  

আফগানিস্তানের হয়ে প্রথম ওডিআই ম্যাচটি খেলেছেন নবী। ২০০৯ সালের সেই অভিষেক ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে অর্ধশতক রান করেছিলেন তিনি। ব্যাট হাতে ১৬৫ ম্যাচ খেলে ৩ হাজার ৫৪৯ রান সংগ্রহ করেছেন নবী। যেখানে তার গড় ২৭.৩০। তিনি বল হাতে শিকার করেছেন ১৭১ টি উইকেট।

বাংলাদেশের বিপক্ষে চলমান ওডিআই সিরিজের প্রথম ম্যাচটিতে ৮২ রানের একটি ইনিংস খেলেন নবী। ম্যাচটি ৯২ রানে জয়ী হয় আফগানিস্তান।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন