গোল করতে না পারলেও লাল কার্ড পেয়েছে পিএসজি
ইনজুরির কারণে স্কোয়াডেই ছিলেন লিওনেল মেসি। নেইমারকেও সেরা একাদশে রাখেননি কোচ ক্রিস্টোফার গ্যালতিয়ের।
টানা ছয় লিগ ম্যাচ জিতে রেসের বিপক্ষে খেলতে নামা পিএসজি যে কাল কোনো গোলই করতে পারেনি। অবশ্য কোনও গোল তাদের হজম করতেও হয়নি। তাতে ০-০ ড্র নিয়ে মাঠ ছাড়তে পেরেছেন কিলিয়ান এমবাপেরা।
উল্টো ৪১তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখলেন সার্জিও রামোস। এ পরিস্থিতিতে শেষ পর্যন্ত আর কোনো গোলই করতে পারেনি পিএসজি। পুঁচকে রেসের সঙ্গে গোলশূন্য ড্র করে মাঠ ছাড়তে হয়েছে ফরাসী চ্যাম্পিয়নদের।
তবে ২টি পয়েন্ট হারালেও অপরাজিত থাকার রেকর্ড বাড়িয়ে নিলো পিএসজি। চলতি মৌসুমে এখনও পর্যন্ত কোনো ম্যাচে হারেনি মেসি-নেইমারদের দল।
মেসিকে ছাড়া খেলতে নামা দলটার রক্ষণও এদিন ছিল নড়বড়ে, শুরু থেকে আরবার জেনেলি ত্রাস ছড়াচ্ছিলেন রক্ষণে, জিয়ানলুইজি ডনারুমার গোটা দুই সেভ পিএসজিকে রক্ষা করেছে ম্যাচে।
বদলি হিসেবে মাঠে নামা নেইমার ৬৭ মিনিটে প্রতিপক্ষ বক্সে দারুণ এক সুযোগই পেয়েছিলেন, তবে তিনি শটটা নেন পোস্টের অনেক বাইরে দিয়ে, ফলে গোলের দেখা আর পায়নি পিএসজি।