খেলাধুলা

সাফজয়ী মেয়েদের জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা বাফুফের

ছবি: সংগৃহীত

'সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৪' জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য দেড় কোটি টাকা অর্থ পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

শনিবার (৯ নভেম্বর) বাফুফের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

গত ৩০ অক্টোবর কাঠমান্ডুতে নেপালের বিপক্ষে সাফের ফাইনাল ম্যাচে ২-১ গোলে জয়ী হয় বাংলাদেশ। এটি ছিল লাল-সবুজের নারী দলের জন্য টানা দ্বিতীয়বারের মতো সাফ শিরোপা।

বাফুফের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি হয়েছেন তাবিথ আওয়াল। নতুন সভাপতির নেতৃত্বে আজ প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল। পূর্বে জানানো হয়েছিল, মেয়েদের জন্য পুরস্কার ঘোষণা করবে বাফুফে। এরমধ্যে ঢাকায় ফেরার পর নারী দলকে ছাদখোলা বাসে বরণ করে নেয়া হয়েছিল। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও সংবর্ধনা দেয়া হয় দলটিকে।

বাফুফের পক্ষ থেকে দেড় কোটি টাকা অর্থ পুরস্কারের পাশাপাশি একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানা যায়। এই অনুষ্ঠানের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।

এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে সাফজয়ী দলের জন্য ২০ লাখ টাকা ঘোষণা করা হয়।  

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন