ফুটবল

বাফুফের থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো ফিফা

২০১৮ সাল থেকে ক্রয়-বিক্রয় সংক্রান্ত সমস্যার কারণে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নিষেধাজ্ঞায় ছিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।  তবে সেই নিষেধাজ্ঞা থেকে পরিত্রাণ পেল দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

শুক্রবার (৭ মার্চ) বাফুফে এক বিবৃতিতে ফিফার নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আর্থিক বিষয়ে স্বচ্ছতার কারণে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

ফিফা ফান্ডের অডিটের জন্য ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ঢাকায় ফিফার প্রতিনিধি দল এসেছিল। মার্চের মাঝামাঝি সময়ে ফিফা থেকে একটি সংবাদ পাবে এমন ধারণা ছিল বাফুফের ।

তবে প্রত্যাশিত সময়ের এক সপ্তাহ আগেই বাফুফে সেই খবর পেল। সেই প্রতিনিধি দলের প্রতিবেদনের ওপরই মূলত ফান্ড ছাড়করণের শিথিলতা সরেছে  বাফুফের ওপর।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন