রাশিয়ার ওপর ‘বড় ধরনের’ নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র

ইউক্রেনে রাশিয়া এখনো হামলা চালিয়ে যাচ্ছে এমনটি উল্লেখ করে মস্কোর ওপর বড় ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপ করা হতে পারে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৭ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “ প্রকৃত ঘটনার ওপর ভিত্তি করে এটা বলা যায় যে, রাশিয়া এখনো ইউক্রেনের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। যতক্ষণ না একটি যুদ্ধবিরতি চুক্তি ও শান্তির জন্য চূড়ান্ত রফাদফা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মস্কোর ওপর ব্যাংকিং নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।“
খুব বেশি দেরি হওয়ার আগেই রাশিয়া ও ইউক্রেনকে আলোচনার টেবিলে বসারও আহ্বান জানান তিনি।
ইউক্রেন ও ইউরোপের মিত্রদের ছাড়ায় সৌদি আরবে কিয়েভ ও মস্কোর মধ্যে শান্তি আলোচনা শুরু করায় সমালোচনার মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগে ভাগেই যেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কোন ধরনের ছাড় না দেয়া হয় সে ব্যাপারে ট্রাম্পকে সতর্ক করে ইউরোপে থাকা মার্কিন মিত্ররা।
আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কিসহ ইউরোপের নেতারাও জোর দিয়ে বলেছেন যে, তাদের যেন কোনভাবেই শান্তি আলোচনার বাইরে রাখা না হয়।
গেলো সপ্তাহে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক বাকবিতণ্ডা হয়। আর চলতি সপ্তাহে ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেয়া বন্ধ করে দেয় ট্রাম্প প্রশাসন।
এনএস/