চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তান যাবে না ভারত
ভারতীয় দল আসন্ন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তান সফর করবে না। ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবারের চ্যাম্পিয়নস ট্রফি।
ভারতকে নিয়ে শুরু থেকেই ধোঁয়াশা ছিল। ক্রিকেট-ভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’ বলছে, বিসিসিআই আইসিসিকে জানিয়েছে ভারতীয় সরকারের পরামর্শক্রমে তাদের দল পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
পাকিস্তানের ৩ টি ভেন্যুতে ৮ দলের এই চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হবে। ফেব্রুয়ারির ১৯ থেকে মার্চের ৯ তারিখ পর্যন্ত সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
ভারতের এমন সিদ্ধান্তে চ্যাম্পিয়নস ট্রফির নকশা বদলে যেতে পারে। এর আগে এশিয়া কাপে যে ধরনের হাইব্রিড মডেল দেখা গেছে, তেমন কিছুই দেখা যেতে পারে চ্যাম্পিয়নস ট্রফির ক্ষেত্রেও। ক্রিকইনফো বলছে, কয়েক মাস আগে থেকেই হাইব্রিড মডেল হলে কী ধরনের নকশা করা হবে- তা নিয়ে আলোচনা হয়েছে।
এক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত বা শ্রীলঙ্কা যোগ হতে পারে হাইব্রিড মডেলে আরেকটি দেশ হিসেবে।
এম এইচ//