ফুটবল

ভিনির হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়

হ্যাটট্রিক সম্পন্ন করেই ভিনিসিয়াস জুনিয়রের রিয়েকসন, যেন বুঝাচ্ছিলেন ব্যালন ডি’অর দাওনি, তাতে সমস্য কী! 

ব্যালন ডি’অর জিততে না পারাটা ছোট অংশ মাত্র।  যা ভিনিসিয়াসকে প্রাভাবিত করেনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। 

শনিবার রাতে ওসাসুনার বিপক্ষে ম্যাচের ৩৪ মিনিটে বেলিংহামের কাছ থেকে বল পেয়ে ডিবক্সে ঢুকে যান ভিনি। এরপর সামনে থাকা এক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ শট নেন ব্রাজিলিয়ান তারকা।  

৬১ মিনিটে রিয়াল গোলরক্ষক আন্দ্রে লুনিনের লম্বা করে বাড়ানো বল পেয়ে যান ভিনিসিয়াস। ওসাসুনার একজন ডিফেন্ডার আটকানোর চেষ্টা করলেও ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের গতির কাছে হার মানতে বাধ্য হন। পরাস্ত হন গোলরক্ষকও। 

৬৯ মিনিটে তৃতীয় গোলটি করেন ভিনি। বক্সের ভিতর ব্রাহিম দিয়াজের কাছ থেকে বল পেয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক। আরও একবার উচ্ছ্বাসে মাতান সান্তিয়াগো বার্নাব্যু।

ভিনির হ্যাটট্রিকের সঙ্গে এই ম্যাচ দিয়ে ১৭৯ দিন পর গোলও পেয়েছেন জুড বেলিংহামও। রিয়ালের হয়ে দ্বিতীয় গোলটি করেন এই ইংলিশ মিডফিল্ডার।  আর রিয়াল ওসাসুনার বিপক্ষে জয় পেয়েছে ৪-০ গোলে। 

 

এ সম্পর্কিত আরও পড়ুন