‘দেখা না দিলে বন্ধু, কথা কইয়ো না’
রাজধানীর গুলিস্তানে রোববার (১০ নভেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। শহীদ নূর হোসেন স্মরণে ও ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’ দাবিতে এ মিছিলের ঘোষণা দেয় দলটি। অন্য দিকে একই দিনে ওই স্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েতের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
পাল্টা কর্মসূচির ঘোষণা দেওয়ার পর এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম ফেসবুক পোস্টে লিখেছেন, ‘দেখা না দিলে বন্ধু, কথা কইয়ো না।’
ফেসবুক লাইভে এসে হাসনাত আব্দুল্লাহ আওয়ামী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন। বলেন, ‘ফ্যাসিবাদী শেখ হাসিনা নিজের দলের নেতাকর্মীদের ফেলে পালিয়ে গেছে। এটা তাদের বুঝতে হবে। শেখ হাসিনা নেতাকর্মীদের কী হবে, তারা কীভাবে থাকবে সেটা না ভেবে পালিয়ে গেছে।’
তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, ‘বের হও তোরা, ছাত্র-জনতা প্রস্তুত আছে।’
এসি//