জাতীয়

গণঅভ্যুত্থানই অন্তবর্তী সরকারের বৈধতা : আসিফ মাহমুদ

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের বৈধতা এসেছে গণঅভ্যুত্থানের মাধ্যমে। এ ব্যাপারে লিগ্যাল রেটিফিকেশন এবং অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম নিয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। বললেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (১০ নভেম্বর ) সচিবালয়ে বর্তমান শ্রম পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত একটি সমন্বয় সভা শেষে তিনি এসব কথা বলেন।

শ্রম উপদেষ্টা বলেন, এই সরকারের বৈধতা এসেছে গণঅভ্যুত্থান থেকে। যা সিদ্ধান্ত নেয়া হয়েছে তা হলো লিগ্যাল রেটিফিকেশন এবং অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম। গেলো তিন মাসে এই সরকারের কর্মকাণ্ডের অগ্রগতি আপনারা দেখেছেন। সংস্কার কমিশনের সাথে প্রধান উপদেষ্টা নিয়মিত বৈঠক করছেন এবং রিপোর্টের ভিত্তিতে সংস্কার কার্যক্রম চলমান রয়েছে।

উপদেষ্টা আসিফ মাহমুদ  বলেন, সংবিধানের ১০৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, আগেই এই সরকারের বৈধতা স্বীকৃতি দেয়া হয়েছে এবং যে অধ্যাদেশের কথা বলা হচ্ছে, তার মাধ্যমে আরও লিগ্যাল রেটিফিকেশন হবে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করার উদ্দেশ্যেই সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে। কমিশনের প্রস্তাবনার ওপর ভিত্তি করে স্টেকহোল্ডার এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সংস্কারের কাজ শেষ করার রূপরেখা ইতোমধ্যে তৈরি করা হয়েছে। অন্তর্বর্তী সরকার এই প্রক্রিয়ার মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবে, যেটার কথা এই সরকার সবসময় বলে এসেছে।

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন