তিন দশক পর একসঙ্গে আমির-অজয়
বলিউড সুপারস্টার আমির খান ও অজয় দেবগনের ভক্তদের জন্য সুখবর। হিন্দি চলচ্চিত্রের এই দুই দাপুটে অভিনেতা প্রায় তিন দশক পর একসঙ্গে পর্দায় ফিরছেন। এর আগে ১৯৯৭ সালে মুক্তি পাওয়া ইন্দ্র কুমার পরিচালিত ছবি ‘ইশক’ সিনেমায় তাদের প্রথম একসঙ্গে পর্দায় দেখা গিয়েছিলো। ভক্তদের মনে এখনো গেঁথে আছে সেই সিনেমা। প্রায় তিন দশক পেরিয়ে যাওয়ার পর আবারও তাদের একসঙ্গে দেখার সম্ভাবনায় ভক্তদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
সম্প্রতি মুম্বাইয়ে ‘তেরা ইয়ার হুঁ ম্যায়’ ছবির মহরতে দুই অভিনেতা উপস্থিত ছিলেন। ইন্দ্র কুমারের ছেলে আমন ইন্দ্র কুমার এই ছবির মাধ্যমে অভিনয়ে পা রাখছেন। সেখানেই তাদের এই সম্ভাব্য পুনর্মিলন নিয়ে আলোচনা শুরু হয়। অজয় ও আমির একসঙ্গে পর্দায় ফিরে আসা নিয়ে ইঙ্গিত দিয়েছেন।
আমির জানান, অজয়ের সঙ্গে দেখা সবসময়েই ভালো লাগে। তারা খুব বেশি দেখা করেন না, তবে যখনই দেখা হয়, সেটি ভালোবাসা ও শ্রদ্ধায় ভরে ওঠে। ইশক ছবির শুটিংয়ের কিছু পুরনো মজার স্মৃতিও তারা শেয়ার করেন।
আমির আরও বলেন, একবার শুটিং সেটে একটি শিম্পাঞ্জি তাকে আক্রমণ করতে যায় তখন অজয় তাকে বাঁচাতে সাহায্য করেন। অজয় মজা করে বলেন, ‘এই দোষ আমিরের, কারণ সে শিম্পাঞ্জির গায়ে পানি ঢেলে দেয়, আর সেইজন্যই শিম্পাঞ্জি ক্ষেপে যায়’!
এই ঘটনার স্মৃতিচারণা করে অজয় বলেন, ইশক ছবির শুটিংয়ে তারা কত মজা করেছিলেন এবং এখন আবার তাদের একসঙ্গে কাজ করা উচিত। আমিরও সম্মতি জানান এই প্রস্তাবে। ভক্তরা স্বাভাবিকভাবেই ধারণা করছেন, হয়তো তারা নতুন কোনো প্রকল্প বা সম্ভবত ইশক-এর সিক্যুয়েল নিয়ে ভাবছেন!
জেডএস/