বিনোদন

দুই প্রাক্তন স্ত্রীই আমার কাছে শ্রদ্ধার: আমির খান

ছবি: সংগৃহীত

বলিউডের মেগাস্টার আমির খান, যিনি তার অভিনয় ও ব্যক্তিগত জীবনের কারণে প্রায়ই সংবাদমাধ্যমে আলোচিত হন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান দুই প্রাক্তন স্ত্রী—রিনা দত্ত ও কিরণ রাও’র প্রতি তার গভীর শ্রদ্ধার কথা জানিয়েছেন

আমির বলেন, ‘রিনা ও কিরণ দু’জনই আমার জীবনে গুরুত্বপূর্ণ এবং অসাধারণ মানুষ। আমি তাদের সঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছি এবং তারা আমাকে অনেক কিছু দিয়েছে।’

২০০২ সালে রিনা দত্তের সঙ্গে  সম্পর্কের ইতি টানেন আমির।  এর তিন বছর পর, ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন তিনি। কিন্তু ২০২১ সালে তাদেরও ঘটে বিচ্ছেদ।

তবে বিচ্ছেদ হওয়ার পরেও তারা একে অপরকে শ্রদ্ধা ও সম্মান জানিয়ে চলেছেন।

আমির জানিয়েছেন, ‘আমাদের ডিভোর্স হয়ে গেলেও তার মানে এই নয়, আমরা একে অপরকে আর ভালবাসব না বা শ্রদ্ধা করব না। আমাদের সম্পর্কগুলি অনেক গভীর, এবং আমি রিনা ও কিরণ দু’জনকেই খুব শ্রদ্ধা করি।’

তিনি আরও উল্লেখ করেছেন যে, রিনা ও কিরণের পরিবারের সঙ্গেও তার সম্পর্ক ভালো ছিল, এবং তিনি তাদেরও শ্রদ্ধা করেন।

বর্তমানে আমির খান তার পেশাগত জীবনে ব্যস্ত রয়েছেন। তিনি ‘সিতারে জমিন পর’ ছবির কাজ নিয়ে সময় কাটাচ্ছেন এবং ২০২২ সালে ‘লাল সিংহ চড্ডা’ ছবিতে অভিনয় করেছিলেন, যেখানে তার বিপরীতে ছিলেন কারিনা কাপূর খান।

 

এসকে/ এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন