পরমাণু চুক্তি আলোচনায় ট্রাম্পের চিঠি পায়নি ইরান

পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করতে ইরানকে চিঠি দেয়া হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবি নাকচ করেছে তেহরান। শনিবার (৮ মার্চ) সংবাদমাধ্যম ইউরো নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এ ব্যাপারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি জানিয়েছেন, যতদিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর নিষেধাজ্ঞা জারি রাখবে, ততদিন পরমাণু চুক্তি নিয়ে আলোচনা হবে না। ‘যুক্তরাষ্ট্র যতদিন আমাদের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ও হুমকি বজায় রাখবে, ততদিন আমরা তাদের সঙ্গে কোন ধরনের আলোচনায় বসব না।’
এর আগে, বৃহস্পতিবার ফক্স বিজনেস নেট ওয়ার্কের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করতে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনীকে চিঠি দেয়ার কথা জানান।
জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর ইরানের পরমাণু কর্মসূচি ঠেকাতে দেশটির ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রাজস্ব আদায়ে ছেদ ঘটাতে ইরানের তেল নেটওয়ার্কের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ওয়াশিংটন।
আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আলোচনার মাধ্যমে তেহরানকে তার পরমাণু অস্ত্র বানানোর ইচ্ছা পরিত্যাগ করতে হবে, অন্যথায় সামরিক ব্যবস্থা।
এনএস/