সিরিজের শেষ ম্যাচে নেই শান্ত, অধিনায়ক মিরাজ
সত্যি হলো শঙ্কা!
বাংলাদেশের জন্য আজ সিরিজ নির্ধারণী ম্যাচ। আফগানিস্তানের সামনেও তাই। ম্যাচের আগে অবশ্য কিছুটা দুঃসংবাদ এসেছে টাইগার শিবিরে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আজকের ম্যাচ খেলতে পারবেন না। কুঁচকির চোটের কারণে ছিটকে যাওয়া শান্ত'র জায়গায় দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ।
সাম্প্রতিক সময়গুলোতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের জন্য বেশ চ্যালেঞ্জিং হয়ে ওঠে। সংযুক্ত আরব আমিরাতে প্রথম ম্যাচে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে জয় বের করে নেয় শান্ত’র দল।
শান্ত আজকের ম্যাচে থাকছেন না। এদিকে ব্যাট হাতে চলতি সিরিজে বেশ ছন্দে আছেন তিনি। প্রথম্ম্যাচে ৬৮ বলে খেলেন ৪৭ রানের ইনিংস। আর দ্বিতীয় ম্যাচে ১১৯ বলে ৭৬ রানের ইনিংসে হয়েছেন ম্যাচসেরা। দুই ম্যাচেই তার ইনিংস হয়ে উঠেছিল গুরুত্বপূর্ণ। শান্ত’র এই ছন্দময় ব্যাটিং শেষ ম্যাচে মিস করবে বাংলাদেশ।
দ্বিতীয় ম্যাচ চলাকালীন কুঁচকিতে চোট পান শান্ত। গতকাল (রোববার) তার এমআরআই করা হয়েছে। রিপোর্ট বলছে কুঁচকির চোট বেশ গুরুতর। সাধারণ কুঁচকির চোটে এক সপ্তাহ লেগে যায় সারতে।
জানা যায়, শান্ত’র জায়গায় অধিনায়কত্ব করবেন মিরাজ। অন্যদিকে একাদশে জাকির হাসানের সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে।
আজ বিকেল ৪ টায় সিরিজ নির্ধারনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান।
এম এইচ//