নতুন ৩ উপদেষ্টার শপথের পর যা বললেন হাসনাত-সারজিস
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন আরও তিনজন। এ ঘটনায় দুটি ভিন্ন কারণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম।
রোববার (১০ নভেম্বর) রাতে ও সোমবার (১১ নভেম্বর) ভোরে ফেসবুকে পৃথক দুটি পোস্ট দিয়ে তাদের ক্ষোভের কারণ জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক।
হাসনাত আবদুল্লাহ ক্ষুব্ধ যে কারণে
নতুন তিন উপদেষ্টা শপথ পাঠের সময় পেছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকার বিষয়ে আপত্তি তুলেছেন এই সমন্বয়ক। সোমবার ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হাসনাত লিখেছেন, ‘আমরা সারাদিন লীগ তাড়াবো আর বলবো, ‘মুজিববাদ, মুর্দাবাদ’। আর তারা মুজিবের ছবি পেছনে টানিয়ে করে শপথ পাঠ।’
সারজিস আলমের ক্ষোভ যেখানে
রোববার দিনগত মধ্যরাতে এই সমন্বয়ক তার ফেসবুক পেজে উপদেষ্টা ইস্যুতে লিখেছেন, ‘শুধু একটা বিভাগ থেকে ১৩ জন উপদেষ্টা! অথচ উত্তরবঙ্গের রংপুর, রাজশাহী বিভাগের ১৬টা জেলা থেকে কোনো উপদেষ্টা নাই! তার উপর খুনী হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছে!’
এর আগে রোববার সন্ধ্যায় উপদেষ্টা হিসেবে শপথ নেন আকিজ গ্রুপের এমডি সেখ বশির উদ্দিন, নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এবং সমন্বয়ক মাহফুজ আলম। রাষ্ট্রপতি তাদের শপথ বাক্য পাঠ করান।
এর মধ্যে সেখ বশির উদ্দিনকে দেয়া হয়েছে বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব। মোস্তফা সরওয়ার ফারুকী পেয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। তবে এতদিন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর দায়িত্বে থাকা মাহফুজের দায়িত্ব এখনো বণ্টন হয়নি।
এসি//