আর্জেন্টিনা ও মেসির জার্সি গ্যালারিতে নিষিদ্ধ করলো প্যারাগুয়ে
প্রতিপক্ষ খেলোয়াড় বা দলের জার্সি স্টেডিয়ামে দেখতে চায় না প্যারাগুয়ে। আর সেই প্রতিপক্ষ দল হচ্ছে আর্জেন্টিনা। আর যে খেলোয়াড় ঘিরে এই সিদ্ধান্ত- তিনি লিওনেল মেসি ছাড়া তো আর কেউ নন। যদিও প্যারাগুয়ের ফুটবল ফেডারেশন স্পষ্ট করে কোনো খেলোয়াড়ের নাম উল্লেখ করেনি, তা পেশাদারি জায়গা থেকেই।
২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী ১৫ নভেম্বর ভোর সাড়ে পাঁচটায় প্যারাগুয়ের ঘরের মাঠে খেলবে আর্জেন্টিনা। মেসির খেলা দেখার জন্য প্যারাগুইয়ান সমর্থকরা নিশ্চয়ই অপেক্ষা করে আছেন। সাড়া পৃথিবীতে তো আর মেসি ভক্ত কম নেই। তবে সেদিনের ম্যাচ দেখতে যে স্বাগতিক দর্শকরা আসবেন, তাদের জন্য যে গ্যালারি রাখা হয়েছে- সেখানে মেসি বা আর্জেন্টিনার জার্সি পরে কেউ আসতে পারবে না। প্যারাগুয়ের বা নিরপেক্ষ জার্সি পরেই গ্যালারিতে ঢুকতে হবে বলে নিয়ম জারি করেছে প্যারাগুয়ের ফুটবল ফেডারেশন।
দেশটির ফুটবল ফেডারেশনের লাইসেন্সিং ম্যানেজার ফার্নান্দো ভিলাসবোয়া জানান, ‘আমরা এরমধ্যে স্থানীয় পর্যায়ে এ বিষয়টি জানিয়েছি। আমরা প্যারাগুয়ে বা নিরপেক্ষ জার্সি ছাড়া গ্যালারিতে স্বাগতিক সমর্থকদের যে অংশ আছে, সেখানে প্রবেশের অনুমতি দেব না।‘
ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম ‘গোল ডটকম’ বলছে, এই নিয়মটি ‘অ্যান্টি-লিওনেল মেসি’ ব্যবস্থা। প্যারাগুয়ে ফুটবল অবশ্য দাবি করছে, বিশেষ কোনো খেলোয়াড়কে উদ্দেশ্য করা তাদের কাজ নয়। ঘরের মাঠে সুবিধা আদায় করার জন্যই এই ব্যবস্থা গ্রহণ করছে তারা।
আদতে যা বোঝা যায়, প্যারাগুয়ের ঘরের মাটিতে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে খেলবেন মেসি। সেই ম্যাচে স্বাভাবিকভাবেই মেসিকে নিয়ে বাড়তি উন্মাদনা থাকবে। যা ঘরের মাঠে খেলা প্যারাগুয়ে দলকে ভিন্নভাবে প্রভাবিত করতে পারে। সে থেকেই দেশটির ফুটবল ফেডারেশন এমন একটি সিদ্ধান্ত গ্রহণ করছে।
এর আগে মেসির ক্লাব ইন্টার মায়ামির বিপক্ষে কনক্যাকাফ চ্যাম্পিয়ন কাপের ম্যাচে খেলেছে ন্যাশভিলে। ন্যাশভিলের ঘরের মাঠে হওয়া সেই ম্যাচে গ্যালারির নির্দিষ্ট কিছু অংশে প্রতিপক্ষের জার্সি নিষিদ্ধ করেছিল ক্লাবটি।
এম এইচ//