নেইমারের গায়ে ইয়ামালের জার্সি
জীবনের যখন সবচেয়ে আনন্দের মুহূর্ত ধরা দেয়। তখন আনন্দে আত্মহারা হয়ে সেই আবেগঘন মুহূর্তটা মানুষ দেখাতে চায় তার মাকে।
লামিনে ইয়ামাল ছোট বেলায় নেইমার জুনিয়ের জার্সি গায়ে বড় হয়েছেন। সেই নেইমার যখন গায়ে দিয়েছেন ইয়ামালের জার্সি। তখন এটাই হয়তো ইয়ামালের কাছে সবচেয়ে আবেগঘন মুহূর্ত।
স্বপ্নের তারকা তার জার্সি গায়ে দিয়েছেন সেই ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়ে ইয়ামাল লিখেছেন, ‘মা দেখো। সাথে জুড়ে দিয়েছেন ইমোশনাল হওয়ার ইমোজি।
নেইমারের সাথে সময় কাটাতে এখন ব্রাজিলে আছেন ইয়ামাল। লাতিন আমেরিকার দেশটিতে ঘোরার কিছু মুহূর্ত ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ইয়ামাল। ক্যাপশনে লিখেছেন একা এবং খুশি, এটা ব্রাজিল!
সেই পোস্টে নেইমার কমেন্ট করেছেন, তুমি এখন ব্রাজিলের শহরে বেড়ে ওঠা ছেলে হয়ে গেছো।