ইসরাইলের সামরিক ঘাঁটিতে হুথিদের হামলা
ইসরাইলে সফল হামলা পরিচালনার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। হুথি বলছে, ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ইসরাইলের মধ্যঞ্চল জেরুজালেমের কাছে পড়লে দাবানল ছড়িয়ে যায়।
সোমবার (১০ নভেম্বর) ইরান সমর্থিত হুথি জানিয়েছে, জাফার দক্ষিণ-পূর্বে নাহাল সোরেক সামরিক ঘাঁটি লক্ষ্য করে একটি সামরিক অভিযান চালানো হয়েছে। এটি একটি সফল অভিযান ছিল বলে দাবি করছে তারা।
হুথি পরিচালিত প্রধান টেলিভিশন নিউজ আউটলেট জানায়, যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ বাহিনী ইয়েমেনের আমরান ও সাদাহ গভর্নরেট লক্ষ্য করে সিরিজ বিমান হামলা চালিয়েছে।
ইসরাইলি সামরিক বাহিনী বার্তা সংস্থা এএফপি’কে জানায়, জেরুজালেমে পশ্চিমে বেত শেমেশ এলাকায় ইয়েমেন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয় এবং পরবর্তীতে আগুন ধরে যায়।
জেরুজালেম ফায়ার সার্ভিস তাদের বিবৃতিতে জানায়, ‘আগুন ধরে যাওয়ার পর অগ্নিনির্বাপক-কর্মীরা সেখানে আলাদাভাবে সবকিছু নিরাপদে রাখার চেষ্টা করছে। যাতে অতিরিক্ত আগুন, ইন্টারসেপ্টর বা মিসাইল শার্পনেল থেকে বেশি ক্ষয়ক্ষতি না হয়।‘
এম এইচ//