চালের দাম কমা প্রসঙ্গে যা জানালেন খাদ্য উপদেষ্টা
নতুন আমন ধান বাজারে ওঠা শুরু হলে চালের দাম কমবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) খাদ্য ভবনে খাদ্য পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা শেষে তিনি এসব কথা বলেন।
খাদ্য উপদেষ্টা বলেন, কিছু আমদানি পাইপলাইনে আছে। দেড় লাখ টন চাল-গম আমদানির জন্য এলসি খোলা হয়েছে। বর্তমানে চালের দাম স্থিতিশীল। নতুন আমন বাজারে ওঠা শুরু হলে চালের দাম আরও কমবে।
আলী ইমাম মজুমদার বলেন, তিনি নিজেই বাজার করেন, দাম নিয়ে তিনিও চাপে আছেন। তবে শীতকালীন সবজি অসময়ের বৃষ্টির জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটিও দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হবে বলেও আশাপ্রকাশ করেন তিনি।
তিনি বলেন, ১৭ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ করা হবে। এবার সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। পাশাপাশি আমদানি করা হবে দেড় লাখ টন ধান ও গম। এবার আমনের দাম প্রতি কেজিকে ৩ টাকা বাড়ানো হয়েছে।
তিনি আরও বলেন, খাদ্য নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না সরকার। তাই দেশের চালের বাজার নিয়ন্ত্রণে ও সরবরাহ বাড়াতে ইতোমধ্যে চালের আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এর প্রভাবও পড়বে দামে।
আই/এ