অর্থনীতি

চালের দাম নিয়ে দুঃসংবাদ দিলেন খাদ্য উপদেষ্টা

ফাইল ছবি

খাদ্য  উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, এবার সরকার চাল ও ধান ক্রয়ের ক্ষেত্রে প্রতি কেজিতে ৪ টাকা করে বৃদ্ধি করেছে যা কৃষকের স্বার্থকে বিবেচনায় রেখেই নির্ধারণ করা হয়েছে। আমরা যখন ৪৯ টাকা কেজিতে চাল কিনছি, তখন বাজারে দাম বাড়বে এটাই স্বাভাবিক। যারা বাজার দর নিয়ে কথা বলেন তাদের অনুরোধ করব এই মূল্য বৃদ্ধিকে ইতিবাচকভাবে দেখার জন্য।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সিএসডি প্রাঙ্গণে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন,  এবার ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা বেড়েছে। গতবার বোরো মৌসুমে ১৩ লাখ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছিলো, এবার সেটা ১৪ লাখ। ধানের ক্ষেত্রে ছিলো ৩ লাখ মেট্রিক টন, এবার ৩.৫ লাখ মেট্রিক টন।  বিদেশ থেকে আমদানি না করে স্থানীয় বাজার থেকেই সরকার সংগ্রহ বাড়াতে চায়

উত্তরাঞ্চলের ধান সংগ্রহ বিলম্বের বিষয়ে তিনি বলেন, উত্তরাঞ্চলে এখনো ধান পাকেনি। সেখানে ফসল ঘরে তুলতে আরও তিন সপ্তাহ সময় লাগবে। তাই সরকার অপেক্ষা করছে, যাতে কৃষক ন্যায্যমূল্য পায় এবং মধ্যস্বত্বভোগীরা সুযোগ নিতে না পারে।

সিন্ডিকেটের বিষয়ে তিনি আরও বলেন, গত আমন মৌসুমে কোনো সিন্ডিকেট হয়নি, এবারও আশা করছি হবে না। যদি হয়, ব্যবস্থা নেওয়া হবে। গতবার মিলাররাই ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা নিজেরাই তা বলেছে।

প্রসঙ্গত,  এসময় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা এবং জেলা কৃষি কর্মকর্তা মোস্তফা ইকবাল আজাদ।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন