আন্তর্জাতিক

কাশ্মির হামলা

ভারতকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না পাকিস্তান

ছবি: রয়টার্স

ভারতকে আর নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না বলে জানিয়েছে পাকিস্তান। একইসঙ্গে ভারতের সঙ্গে সকল ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছে দেশটি।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ইসলামাবাদে প্রায় দুই ঘণ্টা ধরে চলা জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষ হতেই এই ঘোষণা দেয় পাকিস্তান। ব্রিটিশ সংবাদসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাতে রয়টার্স জানায়, জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের পর পাকিস্তান ঘোষণা দিয়েছে, নিজেদের ভূখণ্ড ব্যবহার করে ভারতকে আর তৃতীয় দেশে বাণিজ্য করতে দেবে না পাকিস্তান।

ঘোষণাটি এমন সময় এসেছে যখন ভারত দাবি করছে কাশ্মির হামলায় সন্ত্রাসীরা পাকিস্তান সীমানা দিয়ে ভারতে অনুপ্রবেশ করে ২৬ জনকে হত্যা করেছে।

এছাড়া, সিন্ধু জল চুক্তি স্থগিত হওয়া নিয়েও ভারতকে পালটা হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ। তারা জানিয়েছে, জলপ্রবাহে বাধা দেওয়ার চেষ্টা হলে সেটিকে যুদ্ধ হিসেবে দেখা হবে।

প্রসঙ্গত, গেলো মঙ্গলবার (২২ এপ্রিল) জম্মু কাশ্মীরে পেহেলগাম অঞ্চলের অনন্তনাগ জেলায় ভারত শাসিত জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২ বিদেশিসহ ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। হামলাকারীরা সেনাবাহিনীর ছদ্মবেশে একদল পর্যটকের ওপর অতর্কিত আক্রমণ করে।

এই হামলার প্রেক্ষিতে ভারত সরকার পাকিস্তানিদের ভিসা বাতিলসহ পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন কঠোর পদক্ষেপ গ্রহণ করে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন