ভারতের কাছে পাকিস্তান না যাওয়ার ব্যাখ্যা চেয়েছে আইসিসি
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজক দেশ পাকিস্তান। কিন্তু টুর্নামেন্টটি খেলতে ভারত পাকিস্তানে যাবে না। কেন ভারত চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না সেই ব্যাখ্যা ভারতীয় বোর্ডের কাছে চেয়েছে আইসিসি।
গতকাল বৃহস্পতিবার ভারতীয় বোর্ডকে (বিসিসিআই) চিঠি দিয়েছে। পাকিস্তানে কেন যাবে না, সেটার আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
পাকিস্তানে না গিয়ে ভারত হাইব্রিড মডেলে টুর্নামেন্টটিতে অংশগ্রহণ করতে চায়। সবশেষ এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিলো এই পদ্ধতিতে।
কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এরই মধ্যে জানিয়ে দিয়েছে, এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে না। পাকিস্তান সরকারও পিসিবিকে কড়া নির্দেশ দিয়েছে, পাকিস্তানের বাইরে একটি ম্যাচও যেন না হয়।