অপরাধ

আজিমপুরে ডাকাতির সঙ্গে শিশু অপহরণ, চাঞ্চল্যকর তথ্য দিলো র‍্যাব

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস ও অপহরণকারী ফাতেমা আক্তার শাপলা।

শুক্রবার সকালে রাজধানীর লালবাগের আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসা থেকে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা এবং ৬/৭ ভরি স্বর্ণালংকার লুটে নেয় এক নারী ও তিনজন পুরুষ। যাওয়ার সময় জাইফা নামে ৮ মাস বয়সী শিশুকে অপরহরণ করে নিয়ে যায় তারা। ঘটনার পর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব শুরু করে অভিযান। উদ্ধার করা হয় শিশুকে । গ্রেফতার করা হয় ফাতেমা আক্তার শাপলা নামে অপহরক দলের এক নারী সদস্যকে।

র‌্যাব জানিয়েছে অপহৃত জাইফার মা ফারজানা আক্তার চাকরী করেন।  অপহরণের এক সপ্তাহ আগে অফিসে যাতায়াতের পথে তার সঙ্গে গ্রেফতারকৃত শাপলার পরিচয় হয়। শাপলা জানায় তার নাম রাইসা।  বাড়ি নওগাঁ জেলা। সে সচিবালয়ের পরিবহন পুলে অফিস সহায়ক হিসেবে চাকুরি করে। তার ঢাকায় থাকার জন্য সাবলেট হিসেবে একটি ভাল রুম দরকার। সে হিসেবে শাপলাকে সাবলেট হিসেবে বাসা ভাড়া দেন ফারাজানা।

গেল ১৪ নভেম্বর বিকেলে ফারজানাকে ২০০০ টাকা অগ্রিম ভাড়া হিসেবে দিয়ে বাসায় রাত যাপন করেন শাপলা। পরের দিন সকালে  শাপলার চাচাতো ভাই পরিচয়ে ৩ জন ওই বাসায় যায়। আলাপচারিতার এক পর্যায়ে শাপলা ও তার কথিত চাচাতো ভাইয়েরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ফারজানাকে ওড়না দিয়ে হাত-পা বেঁধে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে জাইফাকে নিয়ে চলে যায়।

ঘটনার পর রাজধানীরে মোহাম্মদপুরের আদাবর এলাকায় নবীনগর হাউজিং থেকে অচেতন অবস্থায় জাইফাকে উদ্ধার এবং শাপলাকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব জানিয়েছে, শাপলা একজন গৃহিনী। সে ২০১২ সালে বগুড়ার একটি স্কুল থেকে এসএসসি এবং ২০১৪ সালে রাজধানীর একটি কলেজ থেকে এইচএসসি পাস করে। পরবর্তীতে রাজধানীর একটি কলেজে মার্কেটিং বিষয়ে অনার্সে ভর্তি হলেও পড়াশোনা শেষ করেনি। ২০২৩ সালে তার বিয়ে হয়। ৩-৪ মাস আগে মোহাম্মদপুর নবীনগর হাউজিং এলাকায় স্বামীর নিজস্ব ফ্লাটে বসবাস শুরু করে সে। এ ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা জানার চেস্টা করছে র‌্যাব।

 

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন