দেশজুড়ে

অপহরণের দুই দিন পর ব্যবসায়ী উদ্ধার, আটক ৫

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফলের কালাইয়া বাজার থেকে অপহরণের দুই দিন পর অপহৃত ব্যবসায়ী শিবু বনিককে (৭৮) উদ্ধার করেছে পুলিশ। অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত ৫ জন অপহরণকারীকে আটক করেছে পুলিশ। এ সময় অপহরণ এবং ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ লুণ্ঠিত ১ লাখ ৩৫ হাজার ৬৮০ টাকা উদ্ধার করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ এ তথ্য জানান।

তিনি জানান,  অপহৃত শিবু বণিককে বড় ডালিমা গ্রামের কচুয়া এলাকার একটি মসজিদের পাশে আটকে রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে এক বিশেষ অভিযান পরিচালনা করে সেখান থেকে তাকে নিরাপদে উদ্ধার করা হয় এবং বর্তমানে তিনি পরিবারের সঙ্গে আছেন।

এর আগে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান,  আজ রাতআনুমানিক ১টার দিকে শিবু বণিককে উদ্ধার করে পুলিশতবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়

পুলিশ সুপার জানান, অপহরণের ঘটনায়  প্রাথমিক পর্যায়ে ৯ জনের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। যাদের মধ্যে ৫ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশবাকিদের গ্রেপ্তারের জন্য জেলা পুলিশ কাজ করছে।

এ ঘটনায় আটককৃতরা হলেনঝালকাঠি জেলার সদর উপজেলার বালিগোনা গ্রামের আকবর শরীফের ছেলে মো. মাসুদ শরীফ (২৪), ভোলা জেলার দক্ষিণ আইচা উপজেলার পাচুকিয়া গ্রামের জাকির সিকদারের ছেলে মো. মাহফুজ। এ ছাড়া বাউফল উপজেলার নাজিরপুর তাতেরকাঠি ইউনিয়নের বড় ডামিলা গ্রামের মিন্টু মৃধার ছেলে মিরাজ মৃধা (২০), মো. বাবুল প্যাদার ছেলে মো. জহির প্যাদা (২৭) এবং গকুল চন্দ্র মিস্ত্রীর ছেলে বিধান চন্দ্র মিস্ত্রী (২২)।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন