বিএনপি

আজ রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান

চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লন্ডন যাত্রা এবং দলের পরবর্তী নীতি ও কৌশল নিয়ে আলোচনা করতে দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৬ জানুয়ারি) রাত সাড়ে আটটায় দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তিনি।  বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সোমবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক হবেবৈঠকে তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত থাকবেন।

দলীয় সূত্র জানায যায়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাজনিত সফরকে সামনে রেখে এ বৈঠকটি হচ্ছে এতে দলের নীতি কৌশল ও নতুন সিদ্ধান্ত নিয়ে আলোচনা হতে পারে।

প্রসঙ্গত, বেগম জিয়াকে সরাসরি এয়ার অ্যাম্বুলেন্সে উঠানো হবে। এক্ষেত্রে নেতাকর্মীদের ভিড় কমানোর পরামর্শ দেয়া হয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন