পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৭ সেনা নিহত
পাকিস্তানের বেলুচিস্তানে আধা-সামরিক বাহিনীর একটি তল্লাশি চৌকিতে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর হামলায় সাত সৈন্য নিহত হয়েছেন।
শনিবার (১৬ নভেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ কর্মকর্তা হাবিব-উর-রহমান বলেছেন, বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণের পার্বত্য কালাত জেলার তল্লাশি চৌকিতে শনিবার ভোরের দিকে এই হামলা চালায় সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীরা।
হামলায় আধাসামরিক বাহিনীর আরও অন্তত ১৮ সৈন্য আহত হয়েছেন। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে। আর হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
এনএস/