কুড়িগ্রামে জেঁকে বসছে শীত
হিমালয়ের নিকটবর্তী দেশের উত্তরের জেলা কুড়িগ্রামে জেঁকে বসছে শীত। জেলা শহরের জনপদসহ গ্রামঅঞ্চলেও ঘন কুয়াশা ও ঠান্ডায় বেড়ে যাওয়ার নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে শিশু ও বৃদ্ধদের মাঝে দুর্ভোগ দেখা দিয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
জানা যায়, এ বার অন্য বছর গুলোর চেয়ে আগেই বিশেষ করে শরৎ ও হেমন্ত কালে শীতের আগমনি বার্তা দেখা দিলেও গত দুইদিন থেকে শীতের তীব্রতা বেড়েছে। দিনের বেলা প্রচন্ড গরম থাকলেও রাত থেকে টিপটিপ বৃষ্টির মতো ঝরছে শিশির কণা। ফলে গত দুই তিন সপ্তাহ থেকে রাতে বেলা ঠান্ডা থেকে রক্ষা পেতে হালকা গরম কাপড় ব্যবহার করলেও দুইদিন থেকে পুরোপুরি ভাবে তীব্র শীত ও ঠান্ডায় জেঁকে বসেছে। সড়কে ঘন কুয়াশার কারণে হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।
ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের দিন মজুর আবুল কাসেম ও নজরুল ইসলাম জানান, আজ প্রচুর শীত পড়েছে । গত কয়েকদিনের চেয়ে আজকে ঠান্ডাও অনেক বেশি। তারপরও কাজে বেড়িয়েছেন।
সুবল চন্দ্র সরকার জানান, আজ ঘনকুয়াশা অন্য দিনের চেয়ে বেশি পড়েছে। এখন যতই দিন যাচ্ছে ততই শীত ও ঠান্ডা বাড়তে থাকবে। চলতি মাসের শেষের দিক থেকে পুরোপুরি ভাবে ঠান্ডা প্রকোপ বৃদ্ধি পাবে।
আই/এ