রাজধানীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত এক
রাজধানীর পল্টন মোড়ে একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় মাঝে একটি ব্যাটারিচালিত রিকশা চাপা পরে জাকির হোসেন (৬০) নামে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
রোববার (১৭ নভেম্বর) ভোর ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আরিফ উল্লাহ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরিফ উল্লাহ বলেন, ভোর পাঁচটার দিকে পল্টন মোড়ে একটি বাস ও পেঁয়াজবোঝাই একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। মাঝে ব্যাটারিচালিত একটি রিকশা চাপা পড়ে। এতে রিকশার আরোহী গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে সকাল ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নেয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ দুর্ঘটনায় রিকশাচালক আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, তিনি মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তা। তার বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলায়। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে।
জেডএস/