ফুটবল

পেরুর বিপক্ষে ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে চোট

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পেরুর বিপক্ষে বছরের শেষ ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বুধবার বাংলাদেশ সময় সকালে বুয়েনস এইরেসে হতে যাওয়া এই ম্যাচের আগে আর্জেন্টিনা দলে হানা দিয়েছে চোট।   দুই ডিফেন্ডার নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরোকে পাচ্ছে না আর্জেন্টিনা।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াসি স্পোর্টসের খবরে বলা হয়েছে, ডান ঊরুর চোটে ভুগছেন মোলিনা। গত পরশু প্যারাগুয়ে ম্যাচের একাদশে থাকা এই রাইট ব্যাক সেদিনই পুরো ম্যাচ খেলতে পারেননি। তাঁর জায়গায় বদলি করা হয়েছিল গনজালো মন্তিয়েলকে।

এমন পরিস্থিতিতে দলে জরুরি ডাক পেয়েছেন গিলিয়ানো সিমিওন। ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড আতলেতিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনের ছেলে। এখনো জাতীয় দলের হয়ে অভিষেক না হওয়া গিলিয়ানো খেলেন বাবার ক্লাব আতলেতিকোতেই।

২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইয়ে ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা। ১০ দলের মধ্যে দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ের পয়েন্ট ১৯। কলম্বিয়া ১৯ পয়েন্ট নিয়ে তিন এবং ব্রাজিল ১৭ পয়েন্ট নিয়ে চারে আছে।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন