খেলাধুলা

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রস্তুতি ম্যাচ

টপ অর্ডারের ব্যর্থতার দিনে জাকের-মাহিদুলদের ব্যাটে স্বস্তি

ছবি: সংগৃহীত

বাংলাদেশের টপ অর্ডার নিয়ে চিন্তা যেন যাচ্ছেই না। ওয়েস্ট ইন্ডিজ সফরে মূল সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের সিলেক্ট ইলেভেন। চার দিনের এই ম্যাচটি নেমে এসেছে ২ দিনে। 

বাংলাদেশি ব্যাটারদের টপ-অর্ডার ব্যর্থ হলেও, মিডল অর্ডারে অনেকখানি হালকা বোধ করার কথা তাদের। মাহমুদুল হাসান জয় বা জাকির হাসানের ক্যাচ দিয়ে ফেরায়, ইনিংস মোটেও বড় হয়নি। 

মুমিনুল হকের ব্যাট ৩১ রানে এসেই থামে, এরপর শাহাদাত হোসেন দিপুর ব্যাটে আসে ২৫ রান। 

টাইগারদের পক্ষে লিটন দাস, জাকের আলী ও মাহিদুল ইসলাম অঙ্কন- তিন ব্যাটার অনেকখানি এগিয়ে দেন দলকে। এই তিনজন ফিরেছেন অবশ্য 'আহত অবসর' হয়ে, মূলত স্বেচ্ছায়। এই তিন ব্যাটারই আবার উইকেটরক্ষক। লিটন তো আসন্ন সিরিজের একাদশে থাকছেন। জাকের ও মাহিদুল থেকে একজন সুযোগ পাবেন বলে ধারণা করা যাচ্ছে। 

লিটনের ব্যাটে আসে ৩১ (৫৩) রান, জাকের আলী করেন ৪৮ (১১০) রান। অন্যদিকে মাহিদুল ইসলাম অঙ্কনের ৪১ (৮১) রান করেন। 

অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে লড়ছে দুই দল। প্রথম দিন শেষে সব উইকেট হারিয়ে ২৫৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ দল। জবাবে ব্যাট করতে নেমে ২ ওভার খেলে ১ উইকেট হারিয়ে ৫ রান করে অবস্থান করছে উইন্ডিজের সিলেক্ট ইলেভেন। 

শূন্য রানে ক্রেইগ ব্রেথওয়েইটকে ফিরিয়েছেন হাসান মাহমুদ। 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন