খেলাধুলা

ক্রিকইনফোর প্রতিবেদন নিয়ে বিবৃতি, কোচ থাকছেন গিলেস্পি

ছবি: সংগৃহীত

জেসন গিলেস্পিকে সরিয়ে আকিব জাভেদকে প্রধান কোচের দায়িত্ব দিচ্ছে পাকিস্তান। রোববার (১৭ নভেম্বর) এমন এক খবর প্রকাশিত হয় ক্রিকেট-ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো'তে। এরমধ্যে এই খবর ভুল বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

পিসিবি জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ পর্যন্ত পাকিস্তানের প্রধান কোচের দায়িত্বে থাকছেন গিলেস্পি। 

রোববার রাতেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট করে পাকিস্তান বোর্ড। যেখানে গিলেস্পিকে নিয়ে প্রকাশিত ক্রিকইনফোর খবরটি শেয়ার করে পিসিবি লিখেছে, 'পিসিবি এই স্টোরি'কে ভুল প্রমাণ করেছে। আগের ঘোষণা অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুইটি লাল বলের মায়চে জেসন গিলেস্পিই কোচের দায়িত্ব পালন করবেন।' 

পিসিবি চলতি বছর এপ্রিলে গিলেস্পিকে টেস্ট ও গ্যারি কার্স্টেনকে ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণের দায়িত্ব দেয়। গত ২৮ অক্টোবর অস্ট্রেলিয়া সফরের আগে পাকিস্তানের দায়িত্ব ছাড়েন কার্স্টেন। অস্ট্রেলিয়া সিরিজের দায়িত্ব তখন গিলেস্পিকে দেয়া হয়। 

আজ (সোমবার) অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি খেলতে নামবে পাকিস্তান। এরপর জিম্বাবুয়েতে ৩ টি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে তারা। জিম্বাবুয়ে সফর শেষ করে তিন সংস্করণের সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা যাবে পাকিস্তান দল। 

জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা বলের সিরিজগুলোতে পাকিস্তানের কোচের দায়িত্বে কে থাকবেন- তা এখনো জানা যায়নি। 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন