চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জের টিস্যু কারখানার আগুন
নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় টিস্যু পেপারের কারখানার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৪ টি ইউনিটের প্রচেষ্টা ছিল এই আগুন নিয়ন্ত্রণে।
সোমবার (১৮ নভেম্বর) ভোর ৫ টার দিকে উপজেলার ঝাউচর এলাকার মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ অ্যান্ড পেপারের কারখানাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে সেসময় নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, ভোরে আগুন লাগার খবর পেয়ে নেভানোর কাজে অংশ নেন তারা। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বলা যাচ্ছে না।
জানা গেছে, মেঘনা গ্রুপের টিস্যু পেপার কারখানার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। শুরুতে ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলেও পরে আরও চারটি ইউনিট যোগ দেয়।
বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
এম এইচ //